চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ পত্রিকা ‘আজও একাত্তর’র মোড়ক উন্মোচন করা হয়। আজ শনিবার সকালে মোড়ক উন্মোচন করেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। এ উপলক্ষ্যে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম রাব্বানী, মুক্তিযোদ্ধা ওমর আলী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মো. তসলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ড, মাযহারুল ইসলাম তরু প্রমুখ।
গোলাম রাব্বানী তোতা সম্পাদিত এই পত্রিকায় জাতির জনক বন্ধু শেখ মজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, সৈয়দ নজরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর ভাষণ, ইন্দারা গান্ধির চিঠি এবং চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাসসহ স্থানীয় ২১ জন লেখক ও কবির লেখা স্থান পেছে।
গোলাম রাব্বানী তোতা সম্পাদিত এই পত্রিকায় জাতির জনক বন্ধু শেখ মজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, সৈয়দ নজরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর ভাষণ, ইন্দারা গান্ধির চিঠি এবং চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাসসহ স্থানীয় ২১ জন লেখক ও কবির লেখা স্থান পেছে।