যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষ ২ মামলায় আসামি এক হাজার

শিবগঞ্জ অফিস: শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। এ দুই মামলায় ২২ জনের নাম উল্লেখ করে এক হাজার জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার রাতে শিবগঞ্জ থানার এসআই দীপক কুমার শিকদার ও এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং বিশৃঙ্খলার মাধ্যমে জন নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়েছে।

দীপক কুমার শিকদারের দায়ের করা মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫শ’ জনকে আসামি করা হয়েছে। শহীদুল ইসলামের মামলায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫শ’ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে কানসাট পল্লী বিদ্যুৎ সমিতিতে হামলা ও অগ্নিসংযোগের মামলার আসামি ধরতে গেলে জামায়াত-শিবির নেতাকর্মীরা গ্রামের চারদিক থেকে ঘিরে যৌথ বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে ফেলে। এসময় গুলি চালালে তিন জামায়াত-শিবিরকর্মী মারা যান।

এ ঘটনার প্রতিবাদের শনিবার বিকালে জেলা শহরে বিক্ষোভ মিছিল করবে ১৮ দল। এ কারণে আগামীকাল রোবাবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে তারা। 


Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com