চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় সোমবার সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর একজন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৫জন আম ব্যবসায়ী মটর সাইকেলযোগে রাজশাহীর তানোরের একটি আম বাগানে যাচ্ছিল। সকাল সাড়ে ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় মটর সাইকেল আরোহী শিবগঞ্জে ১৫ রশিয়াগ্রামের জিল্লার রহমানের ছেলে আব্দুল কাইয়ুম, মৃত জমশেদ আলীর ছেলে আব্দুস সালাম ও মৃত এসলাম আলীর ছেলে গোলাম কবির। হাসপাতালে নেয়ার পথে মারা যায় কানসাট শিবনারায়নপুরের ইয়াসিন আলীর ছেলে ইয়াজদানী। দূর্ঘটনায় আহত শিবনারায়নপুরের ইদ্রিশ আলীর ছেলে কবিরকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৫জন আম ব্যবসায়ী মটর সাইকেলযোগে রাজশাহীর তানোরের একটি আম বাগানে যাচ্ছিল। সকাল সাড়ে ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় মটর সাইকেল আরোহী শিবগঞ্জে ১৫ রশিয়াগ্রামের জিল্লার রহমানের ছেলে আব্দুল কাইয়ুম, মৃত জমশেদ আলীর ছেলে আব্দুস সালাম ও মৃত এসলাম আলীর ছেলে গোলাম কবির। হাসপাতালে নেয়ার পথে মারা যায় কানসাট শিবনারায়নপুরের ইয়াসিন আলীর ছেলে ইয়াজদানী। দূর্ঘটনায় আহত শিবনারায়নপুরের ইদ্রিশ আলীর ছেলে কবিরকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।