চাকরির আশায় এসে সর্বস্ব খুইয়েছে ময়মনসিংহের যুবক

সরকারি চাকরির আশায় ময়মনসিংহ থেকে চাঁপাইনবাবগঞ্জ এসে সংঘবদ্ধ প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক যুবক। বন্ধুবেশী প্রতারকের হাত ধরে চাঁপাইনবাবগঞ্জ এসে প্রতারক চক্রের হামলায় আহত হতে হয়েছে ওই যুবককে। এ ঘটনায় রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হওয়ার পর পুলিশ গত সোমবার শহরের আলীনগর এলাকা থেকে প্রতারক চক্রের সদস্য রিপন আলী নামের এক যুবককে আটক করেছে।
প্রতারণার শিকার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাহির শিমুল গ্রামের ইমাম হোসেন খানের ছেলে সবুর খান অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে স্বাস'্য সহকারি পদে লোক নিয়োগ করা হবে এমন বিজ্ঞপ্তি প্রকাশের পর তার বন্ধু টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গৌরাঙ্গী গ্রামের সফর উদ্দীনের ছেলে মনিরম্নজ্জামান রূপম (২৮) তাকে চাকরী দিবে বলে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসে। সবুর কালের কণ্ঠকে বলেন, ‘ স্বাস'্য মন্ত্রী’র এক পিএস’র বন্ধু পরিচয় দিয়ে রূপম ৩ লাখ টাকার চুক্তি করে। সে অনুযায়ী তাকে (সবুরকে) সঙ্গে নিয়ে শনিবার চাঁপাইনবাবগঞ্জের আসে ওই পদে আবেদন করার জন্য’Z। সবুর জানায়, চাঁপাইনবাবগঞ্জে এসে রূপম কথিত ‘সিভিল সার্জন’-এর সঙ্গে কথা বলে। তখন ওই ‘সিভিল সার্জন’ তাদের (সবুর ও রূপমকে) ঝিলিম ইউনিয়নের আমনুরায় দেখা করতে বলে। সে অনুযায়ী বিকেলে তারা আমনুরায় গিয়ে আবারও যোগাযোগ করলে জানানো হয় সিভিল সার্জন অফিসের লোক গিয়ে তাদের নিয়ে আসবে।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একজন লোক মোটরসাইকেলে ঝিলিম বাজার এসে নিজেকে সিভিল সার্জনের লোক পরিচয় দিয়ে তাদেরকে মটরসাইকেলে তুলে রেল লাইনের ধারে একটি জঙ্গলে নিয়ে যায়। এখানে আগে থেকে থাকা আরো ৩ জনসহ মোট ৪ জন অস্ত্রের মূখে তাদের জিম্মি করে দু’টি মোবাইল ফোন, ২ হাজার ৮’শ টাকা এবং ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড কেড়ে নেয়। এ সময় তারা মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। সবুর বলেন, ‘ গলায় একটা বড় ছোরা ধরে তারা যখন ৫ লাখ টাকা দাবি করে তখন তাদেরকে বলি ভাই ৫ লাখ টাকাতো ঘরে থাকেনা। জোগার করতে হবে। কালকের মধ্যে টাকার ব্যবস'া করে দিবো। একথা শোনার পর প্রতারক চক্র রাত ১০টার দিকে আমনুরা থেকে তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বড়ইন্দারা মোড়স' আবাসিক হোটেল জমজমে এনে একটি রম্নমে আটকে রাখে। এসময় ওই প্রতারকচক্রের একজনকে তাদের সঙ্গে  রেখে অন্যরা চলে যায়। রোববার বেলা ১১টার দিকে কৌশলে সবুর হোটেল থেকে পালিয়ে সদর থানায় গিয়ে অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, পুলিশ তাদের অভিযোগে তড়িৎ ব্যবস'া নেয়নি। বাধ্য হয়ে তারা দুপুরে বাসযোগে ময়মনসিংহ চলে আসার জন্য বাসষ্ট্যান্ডে আসলে প্রতারক চক্র তাদের উপর হামলা চালায় এবং ব্যাপক মারধোর করে। এ সময় রূপম পালিয়ে গেলেরও হামলায় আহত হয়ে সবুর রাসত্মার ধারে পড়ে থাকে। পরে স'ানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার পর মোবাইল অফিসার এসআই জাহাঙ্গীরকে পাঠানো হয়েছিল। কিন' তার আগেই প্রতারকরা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। হোটেল জমজমের ম্যানেজার সাদিকুল ইসলাম বলেন, ‘ হোটেলে থাকা ওই দুই যুবক তাকে বেলা ১২টার দিকে প্রতারণার ঘটনাটি জানিয়েছে। তবে যারা তাদেরকে হোটেলে নিয়ে এসেছিলো তাদের দেখলে তিনি চিনতে পারবেন বলে জানান।
এদিকে, স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের স্বাস'্য অধিদপ্তরের যে চাকরী বিজ্ঞপ্তি নিয়ে প্রতারণা ফাঁদ পাতা হয় সে বিজ্ঞাপনে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন দপ্তর এবং অধিনস' দপ্তর সমুহে স'ায়ী রাজস্ব খাতে শূণ্যপদে চাঁপাইনবাবগঞ্জের স'ায়ী নাগরিকদের কাছ দরখাসত্ম আহবান করা হয়। 
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com