১০ মিনিটের টর্ণেডতে একশ বাড়িঘর লণ্ডভণ্ড

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও নাচোল উপজেলার উপর দিয়ে রোববার রাতে বয়ে যাওয়া টর্ণেডতে প্রায় একশত বাড়ি-ঘরসহ বহু গাছপালা ড়্গতিগ্রস' হয়েছে। এ সময় আহত হয়েছে দুই জন।
স'ানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ৮ দিকে ভোলাহাটের মহনন্দার ওপার থেকে হটাৎ করে টর্ণেড এসে আঘাত হানে পিরগাছি ও ঘাইবাড়ি এলাকায়। মাত্র ১০ মিনিটের টর্ণেডতে এই দু’গ্রামের ৬০ টি বাড়িঘরের চালা উপরে পড়ে যায়। একই সময় নাচোল উপজেলার গোপালনগর ও ঘিওন এলাকাতেও টর্ণেড আঘাত করে। এখানে টর্ণেড’র আঘাতে প্রায় ৪০ বাড়িঘর ড়্গতিগ্রস' হয়। প্রত্যড়্গদর্শী ভোলাহাটের রবিউল ইসলাম বলেন, ‘ আলীনগরের দিক থেকে হটাৎকরে চোখের পলকে আসা টর্ণেড বাড়িঘর এবং আম ও নিমের গাছগুলোকে ল-ভ- করে দেয়। আমগাছগুলো উপড়ে পড়ার পাশাপাশি বহু আম ও নিমগাছে আগালের অংশ ভেঙ্গে পড়ে গেছে’ৃ। তিনি জানান, একটু উপরের অংশে এবং গ্রামের পাশ দিয়ে আম বাগান হয়ে টর্ণেডটি যাওয়ায় ড়্গতি কিছুটা হলেও কম হয়েছে। গ্রামের ভেতর দিয়ে গেলে ভয়াবহ ড়্গতি হতো। কৃষি বিভাগ জানিয়েছে, টর্ণেডতে দুই উপজেলার ২৭ হেক্টর আম বাগানসহ ধানী জমির ফসলও ড়্গতিগ্রস' হয়েছে। সোমবার সকালে সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ারম্নল ইসলাম আনোয়ার ড়্গতিগ্রস' এলাকা পবিদর্শন করেছেন।

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com